কর্মক্ষম জনশক্তি ফুরিয়ে আসায় মস্কোকে জনবল সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং: বিবিসি

শ্রমিকদের প্রতীকী ফটো
শ্রমিকদের প্রতীকী ফটো | ছবি: বিবিসি
0

সামরিক সরঞ্জাম আর সেনা সহায়তা নেয়ার পর এবার উত্তর কোরিয়া থেকে শ্রমিক এনে দেশের উন্নয়ন প্রকল্পে কাজে লাগাচ্ছে রাশিয়া। উত্তর কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, কর্মক্ষম জনশক্তি ফুরিয়ে আসায় মস্কোকে জনবল সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। যুদ্ধ শুরুর কিছুর দিনের মধ্যে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার ৬ শ্রমিকের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির কথা তুলে ধরেছে বিবিসি।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তার জন্য বারবার উত্তর কোরিয়ার শরণাপন্ন হয়েছে রাশিয়া। এবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও তথ্য। যেখানে বলা হচ্ছে পিয়ংইয়ং থেকে শ্রমিক এনে নিজেদের লোকবল ঘাটতিও মেটাচ্ছে মস্কো।

ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রুশ নাগরিকদের অনেকেই বাধ্য হয়েছেন যুদ্ধে যেতে। কেউ কেউ প্রাণ নিয়ে পালিয়েছেন অন্যদেশে। আবার যুদ্ধে আবার নিহত হয়েছেন এমন বেসামরিক নাগরিকদের সংখ্যা কম নয়। কিন্তু রণকৌশলের অংশ হিসেবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি বারবার এড়িয়ে ক্রেমলিন। যা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে।

প্রতারণার শিকার হয়ে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ায় ৬ শ্রমিকের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের বক্তব্যে উঠে এসেছে, উন্নত জীবনের আশা দেখিয়ে রাশিয়ায় আসার পর রীতিমতো নির্যাতন করা হয়েছে তাদের। থাকতে দেয়া হয়েছে এমন আশ্রয়কেন্দ্রে, যার অবস্থা শরণার্থী শিবিরের চেয়েও করুণ।

শুধু তাই নয় কোনো উত্তর কোরীয় শ্রমিকদের যারা দেশে ফিরতে চাচ্ছেন, তাদেরকে জোর করে আটকে রাখছে মস্কো। বিশেষ করে যারা বহুতল ভবনের নির্মাণ শ্রমিক তাদের ভোর থেকে কাজ করানো হচ্ছে, গভীর রাত পর্যন্ত। এমন অভিযোগও রয়েছে তাদের।

বিবিসির তথ্য বলছে, গেল বছর পরিচয় গোপন করে ১০ হাজারের বেশি শ্রমিককে মস্কো পাঠিয়েছে পিয়ংইয়ং। রুশ নির্মাণ প্রকল্পে, পোশাক কারখানা ও আইটি সেক্টরে কর্মী পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে এই শ্রমিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটি।

সেজু