স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) বিশাল এক পতাকা নিয়ে কিয়েভের প্রতি সমর্থন প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। এসময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কেউ কেউ। অনেকের হাতে ছিল ট্রাম্প-পুতিন বিরোধী প্ল্যাকার্ড।
বিক্ষোভকারীরা জানান, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান চান তারা। ইউক্রেনের সংঘাত বন্ধ করে দেশটিতে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘এটা নতুন কিছু না। এ বৈঠক থেকে কোনো ফলাফল আসবে এমনটা প্রত্যাশাও করিনি। বহুবছর পর দুই বড় নেতার সাক্ষাৎ। যদিও তারা সাধারণ মানুষকে নিয়ে তেমন ভাবেন না।’
বিক্ষোভকারীদের অন্য আরেকজন বলেন, ‘জেলেনস্কিকে ছাড়া কোনো চুক্তি হওয়া সম্ভব না। তাকে আমন্ত্রণ না জানানোর কারণ ট্রাম্প বা পুতিনই। তারা কেউই যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী নন।’