পরমাণু ইস্যুতে আজ থেকে কার্যকর হচ্ছে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আবারও উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আবারও উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ | ছবি: সংগৃহীত
0

পরমাণু প্রকল্পের জন্য ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে আজ। নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এ নিষেধাজ্ঞা। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা।

এ নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে রাশিয়া ও চীন। ৯-৪ ভোটে তাদের প্রস্তাব খারিজ হয়ে যায়।

আরও পড়ুন:

জাতিসংঘের এ সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করেছে ইরান। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু প্রকল্প ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়ে শর্ত মানতে ব্যর্থ হওয়ায় গেল মাসে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিখিত অভিযোগ জমা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

কূটনৈতিকভাবে এ অভিযোগের নিষ্পত্তি করতে তেহরানকে এক মাস সময় দিলেও মেলেনি কোনো সমাধান।

ইএ