গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে শিগগিরই জবাব দেবে হামাস

ট্রাম্প ও হামাসের সদস্যরা
ট্রাম্প ও হামাসের সদস্যরা | ছবি : সংগৃহীত
0

গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার শিগগিরই জবাব দেবে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। দ্রুত জবাব না মিললে হামাসকে সময়সীমা বেঁধে দেয়া হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিকল্পনা থাকলে গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবে তার দেশ।

গাজা চলমান আগ্রাসনের অবসান ঘটাতে চলতি সপ্তাহেই বৈঠকে বসেছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। বৈঠকের পর যুদ্ধবিরতিতে পৌঁছাতে ২০ দফা পরিকল্পনা প্রস্তাব করেন ট্রাম্প। এতে সমর্থন জানান, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুও।

তাৎক্ষনিকভাবে ওই প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার ট্রাম্পের পরিকল্পনার জবাব দেয়ার কথা জানালো গোষ্ঠীটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য আহমেদ নাজাল জানান, ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, এ বিষয়ে শিগগিরই সংগঠনের অবস্থান পরিষ্কার করা হবে।

হামাসের এ ঘোষণার পর , মার্কিন প্রশাসন জানিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হতে গোষ্ঠীটিকে সময়সীমা বেঁধে দিতে পারে ট্রাম্প। হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জানান, যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প দ্রুত হামাসের জবাব প্রত্যাশা করছেন।

আরও পড়ুন:

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘রাষ্ট্রপতি খুব স্পষ্ট করে বলেছেন, তিনি খুব শীঘ্রই হামাসের প্রতিক্রিয়া শুনতে চান। আমরা আশা করি যে হামাস প্রস্তাবিত পরিকল্পনাটি গ্রহণ করবে। এটি একটি ভালো পরিকল্পনা, এবং এটি সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার প্রশংসা করেছেন।’

এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের সর্বশেষ পরিকল্পনায় আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব সমর্থন করতে প্রস্তুতির কথাও জানিয়েছেন পুতিন। তবে জুড়ে দিয়েছেন শর্ত। জানিয়েছেন ট্রাম্প যদি দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা করে তবেই রাশিয়ার সমর্থন পাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘গাজা সম্পর্কে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রস্তাব সমর্থন করতে প্রস্তুত, রাশিয়া। তবে তা অবশ্যই দুটি রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন হবে। এটি অবশ্যই সংঘাত সমাধানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুতর পদক্ষেপ হবে। এটি কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মাধ্যমেই মৌলিকভাবে সমাধান করা যেতে পারে।’

কিন্তু, ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব পরিকল্পনার ২০ দফার মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো উল্লেখ নেই।

ইএ