ইন্দোনেশিয়ার লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত

লাকি-লাকি আগ্নেয়গিরি
লাকি-লাকি আগ্নেয়গিরি | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়ায় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে দেখা দিয়েছে ভয়াবহ অগ্নুৎপাতের।

যেখানে আগ্নেয়গিরির ছাঁই অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়। এ অবস্থায় অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। যদিও এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর মেলেনি।

আগ্নেয়গিরিস্থল থেকে সাধারণ বাসিন্দা ও পর্যটকদের অন্তত ৬ কিলোমিটার দূরে থাকার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবং দ্রুত বিপদজনক জায়গা থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ।

এএইচ