এবারের বৈঠকে আসিয়ানভুক্ত ১১টি দেশ ও জোট অংশীদার ৮ টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নিয়েছেন।
এতে যোগ দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান , দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। পাশাপাশি চীনের সাগরের পুরো অংশের দাবি ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামের কিছু অর্থনৈতিক অঞ্চলের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলে শঙ্কা তার।
আরও পড়ুন:
এদিকে, ফিলিপিন্সের কাছে আনুষ্ঠানিকভাবে আসিয়ান প্রতিরক্ষা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেছে মালয়েশিয়া। আগামী বছর আসিয়ানের বিভিন্ন আঞ্চলিক বৈঠকের আয়োজন করবে ম্যানিলা।





