এসময় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি দল ওসমানপুর গ্রামের রাজমিস্ত্রি সোহাগ হোসেনের বাড়িতে তল্লাশি চালায়।
এসময় তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, গুলি, ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাজমিস্ত্রি সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।





