সরকার গঠন ঘিরে বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রে বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

সরকার গঠন নিয়ে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে শিক্ষার্থীরা জরো হয়ে আন্দোলনের ডায় দেয়।

দেশটির জনপ্রিয় এএনও পার্টির নেতা ধনকুবের আন্দ্রেজ বাবিসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট পেত্র পাভেল। মন্ত্রীসভার গঠনের দায়িত্ব দেয়া হয় তাকে। ১৫ ডিসেম্বর পূর্ণ মন্ত্রীসভা গঠনের মাধ্যমে মধ্য-ডানপন্থী প্রশাসনের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন বাবিস।

আরও পড়ুন:

এরই জেরে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। ইউক্রেনের সমর্থক ৭১ বছর বয়সী বাবিস চার বছর পর ক্ষমতায় ফিরছেন। সম্প্রতি তার দল সংসদীয় নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়।

এফএস