দেশটির জনপ্রিয় এএনও পার্টির নেতা ধনকুবের আন্দ্রেজ বাবিসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট পেত্র পাভেল। মন্ত্রীসভার গঠনের দায়িত্ব দেয়া হয় তাকে। ১৫ ডিসেম্বর পূর্ণ মন্ত্রীসভা গঠনের মাধ্যমে মধ্য-ডানপন্থী প্রশাসনের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন বাবিস।
আরও পড়ুন:
এরই জেরে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। ইউক্রেনের সমর্থক ৭১ বছর বয়সী বাবিস চার বছর পর ক্ষমতায় ফিরছেন। সম্প্রতি তার দল সংসদীয় নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়।





