গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত, ইউক্রেনের সম্পৃক্ততা যাচাইয়ে পুলিশ

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি | ছবি: সংগৃহীত
0

মস্কোতে গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হয়েছে। এ ঘটনায় ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত করছে রুশ পুলিশ বিভাগ। এদিকে, গেল একদিনে ইউক্রেনের একাধিক স্থাপনায় হামলার দাবি করেছে মস্কো। অন্যদিকে, মায়ামিতে ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রতিনিধির সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ। রাশিয়া শান্তিচুক্তিতে আগ্রহী বলেও এক এক্স বার্তায় জানান তিনি।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে বোমা হামলার ঘটনায় এক রুশ জেনারেল নিহতের খবর পাওয়া গেছে। মস্কোতে গাড়ির নিচে পুতে রাখা বোমা বিস্ফোরণে সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। কিয়েভ মস্কোর মধ্যে পাল্টা-পাল্টি হামলার মাত্রার বাড়ার মধ্যে রুশ জেনারেলে মৃত্যুতে উত্তেজনা বাড়ার শঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:

নিহত রুশ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। ঘটনাটির সঙ্গে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ক্রেমলিন। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

এদিকে, গত একদিনে ইউক্রেনের ফ্রন্ট লাইনজুড়ে তৎপরতা বাড়ানো ও আরও অগ্রসর হওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ।

যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও কিয়েভের ইউরোপীয় প্রতিনিধিরা বৈঠক করেছে। এছাড়া বেশ কয়েক দফায় রুশ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভসহ মার্কিন প্রতিনিধি দল।

এএইচ