ক্রিসমাসের রঙে সেজেছে কানাডা, চাঙা অর্থনীতি

ক্রিসমাসের ছোঁয়া লেগেছে কানাডার অর্থনীতিতেও
ক্রিসমাসের ছোঁয়া লেগেছে কানাডার অর্থনীতিতেও | ছবি: এখন টিভি
0

বড়দিন ঘিরে রঙিন আলোয় সেজেছে কানাডার প্রতিটি অঞ্চল, কিছুটা চাঙা অর্থনীতিও। যদিও এবার অনেক হিসাব-নিকাশ করে অর্থ ব্যয় করছেন কানাডিয়ানরা। ক্রিসমাস মৌসুম ঘিরে কানাডায় এবার প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের বেশি ব্যয় করা হবে ধারণা করছেন অর্থনীতিবিদরা।

ডিসেম্বর মানেই গোটা বিশ্বে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসবের মাস। প্রধান উৎসব বড়দিন ঘিরে দেশে দেশে রঙিন হয়ে ওঠে প্রধান নগরীগুলো। বর্ণিল সাজে সেজেছে কানাডাও।

পথঘাট, বাসাবাড়ির সাজ-সজ্জায় এ সময়টায় বাজারে বাড়ে অর্থের প্রবাহ। সবচেয়ে বেশি ভিড় থাকে ক্রিসমাসকে রাঙিয়ে তোলার উপকরণের দোকানগুলো। শেষ সময়ে এসে কেনাকাটায় বেড়েছে ব্যস্ততা। রেস্তোরাঁগুলোতেও ভিড় বেড়েছে কয়েকগুণ।

যদিও জীবন-যাত্রায়র ব্যয় বাড়ায় এ বছর খরচের খাতা কমাতে চান বেশিরভাগ কানাডিয়ান। জরিপের তথ্য বলছে, অন্তত ৭৮ শতাংশ মানুষই উৎসবের খরচ কমানোর পথে হাটছেন। মাথাপিছু গড় বারাদ্দ এক হাজার থেকে ১ হাজার ৬০০ ডলারের মধ্যে।

আরও পড়ুন:

টরন্টো ইনফিনিটি স্পোর্টস জোনের ব্যবস্থাপনা পরিচালক তানিম চৌধুরী বলেন, ‘ছোট ব্যবসাগুলোর জন্য এ কয়েকটা সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ সময়। আরেকটি ব্যাপার হচ্ছে, এসময় অনেক জায়গায় টেম্পোরারি জবস ক্রিয়েট হয়, ডেলিভারি জবস, ডিটেইলস স্টাফিং এসব টেম্পোরারি জবগুলো। এতে সব মিলিয়ে লোকাল ইকোনমিতে একটা পজিটিভ ফ্লো আসে।’

এদিকে ক্রেতা টানতে বাজারেও চলছে মূল্য ছাড়ের হিড়িক। কেবল কানাডা নয়, বিশ্বব্যাপী খুচরা ব্যবসায়ীদের জন্য এ সময়টা জমজমাট বেচাকেনা ও পুরো বছরের মুনাফাকে ছাপিয়ে যাওয়ার মৌসুম। এছাড়া অনলাইন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্যও ক্রিসমাসের এ মৌসুম বেশ গুরুত্বপূর্ণ।

বড়দিন ঘিরে কানাডীয়রা এবার প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বছরের শেষ প্রান্তিকে যা কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এসএইচ