আরএসপির প্রধান হিসেবে এ মুহূর্তে দায়িত্ব পালন করছেন সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিছানে। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, জনপ্রিয় এ দুই নেতা জোটবদ্ধ হওয়ায় চাপে পড়তে পারে তিন দশক ধরে দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তার করা দল কমিউনিস্ট পার্টি অব নেপালসহ অন্যান্য দলগুলো।
আরও পড়ুন:
রয়টার্স জানিয়েছে, রোববার এ দুই নেতার মধ্যে একটি সমঝোতা হয়েছে। যেখানে বলা হচ্ছে, আগামী মার্চে নির্বাচনে জয়ী হয়ে আরএসপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর পদ র্যাপার বালাকে ছেড়ে দেয়া হবে।
বিপরীতে দলের প্রধান হিসেবেই দায়িত্ব পালন করবেন রবি লামিছানে।





