ক্যান্টনের পুলিশ বিভাগের প্রধান ফ্রেডরিক গিজলার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গণনামতে, একশো জন আহত হয়েছে। বেশিরভাগই গুরুতর। আরও বেশকিছু মানুষ নিহত হয়েছে।’
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইস পুলিশের তথ্যমতে, প্রায় ৪০ জন নিহত হয়েছে। তবে ফ্রেডরিক গিজলার নিহতের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।
স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিবিসিকে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘লে কনস্টেলেইশন’ পানশালায় বিস্ফোরণের ওই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
সুইস গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর পানশালাটিতে আগুন ধরে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিন্তু যাচাই করা যায়নি এমন ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, পানশালাটিতে আগুন জ্বলছে।
ঘটনার সময় সেখানে নতুন বছরের আগমন উদযাপন করা হচ্ছিল। সুইস গণমাধ্যম ব্লিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় পানশালাটিতে শতাধিক মানুষ ছিলেন।




