দক্ষিণাঞ্চল পুনর্দখলের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা
ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা | ছবি: আল-জাজিরা
0

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একাধিক শহর পুনরুদ্ধারের দাবি করেছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী।

এর মধ্যে হাদরামাউত এবং আল-মাহরা প্রদেশ অন্যতম। এতে সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশে সামরিক ও নিরাপত্তা নিশ্চয়তায় রেকর্ড সাফল্য অর্জনের দাবি করা হচ্ছে।

আরও পড়ুন:

মূলত গত মাস থেকে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই চলছে। এখন থেকে ইয়েমেনের বৃহত্তম প্রদেশ হাদরামাউতের সব জেলার নিয়ন্ত্রণ সৌদি সমর্থিত বাহিনীর হাতে। আর হাদরামাউত এবং আল-মাহরা প্রদেশের আয়তন হিসেবে করলে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ডের সমান।

ইএ