কারাবন্দি ইমরান খানকে মুক্তির দাবিতে আবারও ফুঁসে উঠেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ইমরান খানের নির্দেশে শুক্রবার থেকে দেশব্যাপী চলছে সরকারবিরোধী আন্দোলন।
এবার শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনটি ৫ আগস্ট চূড়ান্ত পর্যায়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ওইদিনটি ইমরান খানকে কারাবন্দির দুই বছর পূর্ণ হওয়ায়, তীব্র হচ্ছে আন্দোলন।
সরকারবিরোধী আন্দোলনকে ডু-অর-ডাই আখ্যা দিয়ে, এবারের কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবেও মন্তব্য করেছেন আলী আমিন গান্দাপুর। লাহোরে এক সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজাসহ অন্যদের সঙ্গে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, ‘৯০ দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, রাজনীতি করব কি না। এই আন্দোলন হবে ডু-অর-ডাই প্রকৃতির।’
এর আগে গত মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে, বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন কারাবন্দি ইমরান খান। উল্লেখ করেন সংলাপের সময় শেষ হয়ে গেছে।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট-পিডিএম এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-পিএমএল-এন নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্ব চলছে পিটিআই-এর। দলটির দাবি অনুযায়ী, রাজনৈতিক হয়রানিমূলক একাধিক মিথ্যা মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ নেতা।