যুদ্ধবিরতি ইস্যুতে মালয়েশিয়ায় আলোচনায় বসেছে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রধানমন্ত্রী | ছবি: এএফপি
0

যুদ্ধবিরতি ইস্যুতে মালয়েশিয়ায় আলোচনায় বসেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীসহ প্রতিনিধি দল। এদিকে টানা পঞ্চম দিনের মতো দুই দেশের সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। এর জন্য পাল্টা-পাল্টি দোষারোপ উভয় পক্ষের। ১ আগস্টের আগে যুদ্ধ না থামলে বাণিজ্য চুক্তি না করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সহায়তায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

ঠিক এমন সময়ও টানা পঞ্চম দিনের মতো বিতর্কিত সীমান্ত এলাকায় উত্তেজনা কমেনি। উত্তর-পূর্ব থাই প্রদেশ সুরিনে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। জীবনরক্ষায় বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।

থাইল্যান্ড সীমান্তের একজন বলেন, ‘আমরা এখানে ৩০ জন চার দিন, তিন রাত ধরে সময় কাটাচ্ছি। এটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিস্ফোরণ থেকে নিজেদের রক্ষায় কিছু খাবার কিনে আমরা এই বাঙ্কারে এসে আশ্রয় নিয়েছি।’

থাইল্যান্ড সুরিন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান উইরাত সেত্তাপত্তনাচাই বলেন, ‘সুরিন প্রদেশে থাই এবং কম্বোডিয়ান সীমান্তের মধ্যে প্রতি মাসে বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০ কোটি বাত বা প্রায় ৯.২৫ মিলিয়ন মার্কিন ডলার। ২৩ জুলাই সীমান্ত বন্ধ হওয়ার পর বাণিজ্য কার্যত অদৃশ্য হয়ে গেছে। অনেকেই তাদের সমস্ত আয় হারিয়ে ফেলেছেন। তাই সীমান্তে ব্যবসা করে জীবিকা নির্বাহকারীরা বড় সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।’

এমন উত্তেজনার জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে ব্যাংকক-নমপেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, সদিচ্ছায় এগুচ্ছে না কম্বোডিয়া। অন্যদিকে কম্বোডিয়া বলছে, আগে গুলি চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে থাই সেনাবাহিনী।

কম্বোডিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, ‘যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে কুয়ালালামপুরে উভয় দেশের নেতাদের মধ্যেই বিশেষ বৈঠক। এর মধ্যেও আজ ভোর ৩টা থেকে থাই সেনাবাহিনী কম্বোডিয়ার সেনা অবস্থানগুলো লক্ষ্য করে গুলি চালানো শুরু করেছে।’

আলোচনার মধ্য দিয়ে পহেলা আগস্টের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হলে উভয় দেশকে হুমকি দেয়া ৩৬ শতাংশ শুল্কই কার্যকর করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উভয় দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলাম যে, তারা যুদ্ধের মীমাংসা না করা পর্যন্ত আমরা কোনো বাণিজ্য চুক্তি করব না। কারণ এতে অনেক মানুষ মারা যাচ্ছে। অথচ তারা সীমান্তে লড়াই চালিয়ে যাচ্ছে।’

মে মাসের শেষের দিকে সীমান্ত সংঘাতে একজন কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকেই ব্যাংকক-নমপেনের মধ্যে উত্তেজনার শুরু। এরপর গত বুধবার সীমান্তে থাকা মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘাত তীব্র হয়। বৃহস্পতিবার থেকে ১৩ বছরের মধ্যে সবচেয় ভয়াবহ হামলা-পাল্টা হামলায় উভয় দেশের ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনা নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের দুই পাশের এলাকা থেকে দুই লাখেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

৮১৭ কিলোমিটার স্থল সীমান্ত বরাবর প্রাচীন মন্দিরসহ বিভিন্ন অনির্ধারিত পয়েন্টের মালিকানা বিরোধ নিয়ে কয়েক দশক ধরে বিরোধেই লিপ্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়া।

এসএস