ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। হামলাকারী গুজরাটের বাসিন্দা রাজেশ সাকারিয়ার বয়স ৪০ বছর। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি সপ্তাহের মতো সকালে জনশুনানি চলাকালে ভিড়ের মধ্যে ছদ্মবেশে দাঁড়িয়ে ছিলেন হামলাকারী। এক পর্যায়ে কিছু কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হুট করেই আক্রমণ করে বসেন।
এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে এ হামলা হতে পারে।মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তা লঙ্ঘনের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।