ফ্রান্সের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ম্যাঁক্রো

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো | ছবি: রয়টার্স
0

ফ্রান্সের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ২০২৭ সালের মধ্যেই দেশটিতে সামরিক বাজেট ৬৪ বিলিয়ন ইউরোতে উন্নীত করার পরিকল্পনা তার। ২০১৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল ৩৭ বিলিয়ন ডলার।

প্রাথমিক লক্ষ্য ছিল, ২০৩০ সালের মধ্যে বাজেট দ্বিগুণ করা। তবে ইউক্রেন যুদ্ধসহ চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় এনে ম্যাঁক্রো এ সময়সীমা তিন বছর কমিয়ে ২০২৭ সালে এগিয়ে এনেছেন।

২০২৬ সালের জন্য বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত ৩.৫ বিলিয়ন ইউরো। এবং পরের বছরের জন্য আরও ৩ বিলিয়ন ইউরো। মঙ্গলবার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা তুলে ধরবেন বলে জানান ম্যাঁক্রো। সম্প্রতি ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে একমত হন জোটের নেতারা।

আগামী ১০ বছরের মধ্যে ফ্রান্সসহ জোটের দেশগুলো তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে বলে সম্মেলনে সিদ্ধান্ত হয়।

এএইচ