যা রাজধানী প্যারিস শহরের চেয়েও বেশি। দেশটির ইতিহাসে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাবানল এটি। এরইমধ্যে প্রাণ হারিয়েছেন একজন। ক্ষতিগ্রস্ত ২০টির বেশি স্থাপনা। দুই হাজারের বেশি দমকলকর্মী কাজ করলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।
স্পেনের লা পেনা অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে শহরটি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজারের বেশি বাসিন্দাকে। প্রতিবেশি পর্তুগালের আমারান্তে অঞ্চলের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি।
৭ আগস্ট পর্যন্ত লিসবনে জারি করা হয়েছে স্টেট অফ অ্যালার্ট।