এ ছাড়া এসব হামলায় আরও ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এইচআরএ।
তবে ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করছে না। সর্বশেষ গত সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।
২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভেও বিস্তারিত হতাহতের হিসাব দিয়েছিল এইচআরএ। সংগঠনটি জানায়, তারা স্থানীয় প্রতিবেদন যাচাই করে নিজেদের গড়ে তোলা সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই করে।