যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে হামলা পরিকল্পনা বাতিলের শর্ত ইরানের

মাজিদ তাখত-রাভানচি
মাজিদ তাখত-রাভানচি | ছবি: বিবিসি
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান তাহলে তেহরানে সম্ভাব্য হামলার সমস্ত পরিকল্পনা বাতিল করতে হবে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু বৈঠক চালিয়ে যেতে চায়। কিন্তু তেহরান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার নয়।

ইরান আলোচনায় রাজি হলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে দেশটিতে হামলা করবে না- এমন নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত তেহরান কোনো সমঝোতায় বসতে রাজি না বলেও সাফ জানিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পের স্বার্থে তেহরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কিন্তু এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এসএস