নিউইয়র্কে ঝলমলে অটো শো, প্রদর্শনীতে বিলাসবহুল গাড়ির মেলা

প্রদর্শনীতে বিলাসবহুল গাড়ির মেলা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে শুরু হলো নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো। ১০ দিন ব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিলাসবহুল ও অত্যাধুনিক সব গাড়ি। এই বছর ১২৫তম বার্ষিকী উদযাপন করছে নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো।

টয়োটা, বিওয়াইডি, জিপ, ফেরারি, শাওমি, পোরশে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও জেনারেল মোটরস। নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে ক্রেতা দর্শনার্থীদের নজর কাড়ছে বিলাসবহুল অত্যাধুনিক এসব গাড়ি।

নিউইয়র্কের জেকব জাভিটস কনভেনশন সেন্টারে এই বছর ১২৫তম বার্ষিকী উদযাপন করছে এই ইন্টারন্যাশনাল অটো শো। নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোর প্রেসিডেন্ট জানান, এবারের প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বৈদ্যুতিক ও গ্যাস চালিত যানবাহনের সংখ্যা। প্রদর্শনী থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন অত্যাধুনিক স্পোর্টস কার ও এসইউভি গাড়ি।

আয়োজকদের মধ্যে একজন বলেন, 'এটি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোর ১২৫তম বার্ষিকী। ১৯০০ সালে পুরাতন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিউইয়র্ক অটো শো সত্যিই অটো শিল্পের জন্য সবকিছু শুরু করেছিল। প্রথমবার ৬৯টি ভিন্ন ভিন্ন যানবাহন প্রস্তুতকারক প্রতিনিধিত্ব করেছিলেন। এখন প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। আমরা আশা করছি শোতে আসা লাখ লাখ মানুষ নতুন পণ্যটি একবার দেখে নেবেন এবং তাদের পরবর্তী গাড়ি কেনার কথা ভাববেন।'

জ্যাকব জাভিটস কনভেনশন সেন্টারে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই ইন্টারন্যাশনাল অটো শো।

এসএস