শিবির অবশ্যই মানবতা বিরোধিতাকারীদের বিচার চায়: এস এম ফরহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
0

শিবির অবশ্যই মানবতা বিরোধিতাকারীদের বিচার চায় বলে জানিয়েছে ছাত্র সংগঠনটির সভাপতি এস এম ফরহাদ। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘শিবির অবশ্যই মানবতা বিরোধিতা কারীদের বিচার চায়। তবে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীরা আওয়ামী লীগের বিচারিক হত্যার শিকার হয়েছেন। আমরা কখনো বিচারিক হত্যার পক্ষে নই।’

এস এম ফরহাদ বলেন, ‘ঢাবিতে ছাত্রশিবিরের ‘‘৩৬ জুলাই’’ প্রোগ্রামকে কেন্দ্র করে মব সৃষ্টি করে আওয়ামী লীগের বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দিতে স্বৈরাচারের দোসররা চেষ্টা করছে।’

এর আগে শিবিরের প্রোগ্রামে সাঈদী নিজামীর ছবিকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠনগুলো উত্তেজনা তৈরির চেষ্টা করে। বাইরে বিভিন্ন স্লোগান দেয়। তবে ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন।’

এদিকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার নিজামী সাঈদীদের ছবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরিয়ে নেয়। ক্যাম্পাসে অরাজকতা এড়াতে ছাত্রশিবির ছবি সরাতে সম্মতিও দেয়।

এএইচ