মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক
ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক | ছবি: সংগৃহীত
1

সরকার থেকে বেরিয়ে গিয়ে মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র দ্বি-দলীয় ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে, তাই তৃতীয় রাজনৈতিক দলের কোনো স্থান নেই বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে একসময় তার সবচেয়ে বড় সমর্থক ইলন মাস্কের সঙ্গে রিপাবলিকানদের দ্বন্দ্বকে আরো গভীর করে তুলেছে।

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময়েই, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাইডেনের জয়ে সে সময় বিদায় নিলেও এক মেয়াদ বিরতিতে সেই মাস্কের সমর্থন নিয়েই ২০২৪-এর নির্বাচনে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প।

বলা হয়, ট্রাম্পকে জেতাতে তার প্রচারণায় প্রায় ৩০ কোটি ডলারের তহবিল দিয়েছিলেন মাস্ক একাই। বিনিময়ে ট্রাম্প সরকারে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বও পেয়েছিলেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। কিন্তু মাত্র তিন মাসের মাথায় সে দায়িত্ব ছেড়ে দেন মাস্ক। সে সময় ট্রাম্পের সাথে তার দ্বন্দ্ব পর্দার আড়ালে রাখা হলেও, প্রেসিডেন্টের নতুন ব্যয় নীতি সামনে রেখে প্রকাশ্যে এলো দুই নেতার বিরোধ।

শনিবারই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানান মাস্ক। তার দাবি, ট্রাম্পের করছাড় ও ব্যয়নীতি দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেবে। যুক্তরাষ্ট্রের ৩৭ লাখ কোটি ডলারের অভ্যন্তরীণ ঋণের বোঝা এক লাফে ট্রাম্প আরও পাঁচ লাখ কোটি ডলার বাড়িয়ে দিতে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মাস্কের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট ঘাটতি আরো বাড়িয়ে দেবে নতুন এই নীতি, অপূরণীয় ক্ষতির মুখে পড়বে মার্কিন অর্থনীতি। আর তাই দেশের স্বার্থেই 'আমেরিকান পার্টি' নামে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব মাস্কের।

তবে মাস্কের এসব অভিযোগ মেনে নিতে নারাজ ট্রাম্প। এমনকি মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো দল শুরু করা হাস্যকর হবে বলেই মনে করি আমি। রিপাবলিকান পার্টির নেতৃত্বে অভাবনীয় সাফল্য অর্জন করেছি আমরা। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে ঠিক। কিন্তু এ দেশ আজীবন একটা দ্বিদলীয় শাসনব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস, তৃতীয় একটা দল শুরু করলে শুধু কিছু বিভ্রান্তিই যোগ হবে। এদেশে দু'টি দলকে ঘিরেই পুরো ব্যবস্থা এগিয়েছে। তৃতীয় দল কখনো কাজ করেনি।’

এছাড়া সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গেলো পাঁচ সপ্তাহ ধরে পথ হারাতে থাকা মাস্ক এখন সম্পূর্ণ লক্ষ্যচ্যুত। নতুন ব্যয় নীতি নিয়ে মাস্কের বিরোধিতা টেসলার গর্ব খর্ব করবে বলেও দাবি তার। এমনকি মহাকাশ গবেষণায় মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স থেকেও শত-কোটি ডলারের বিনিয়োগ প্রত্যাহারের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এসব হুমকি আপাতত আমলে নিচ্ছেন না টেক বিলিওনেয়ার। জানিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অংশ নেবে তার নতুন দল। ট্রাম্পের ব্যয় নীতিতে সমর্থন দেয়া রিপাবলিকান আইনপ্রণেতাদের আসন কেড়ে নেয়াই আপাতত নতুন দলটির মূল লক্ষ্য।

এসএস