এর আগে গোটা দেশকে প্রভাবিত করে, এমন আদেশ জারির ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতাকে সীমিত করে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে ফেডারেল আপিল আদালত জানান, কয়েকটি অঙ্গরাজ্যের মামলার প্রেক্ষিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়ে কোনো আইন ভঙ্গ করেননি নিম্ন আদালত।
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবেন।