আটকে থাকা হাঙ্গরকে গভীর সমুদ্রে পাঠালো বাবা-ছেলে

হাঙ্গরকে গভীর সমুদ্রে পাঠাচ্ছে বাবা-ছেলে | ছবি: সংগৃহীত
0

পানির গভীরতা নেই, সমুদ্রের এমন জায়গায় আটকে গিয়েছিল বড় এক হাঙ্গর। সেই হাঙ্গরকে উদ্ধার করে গভীর সমুদ্রে পাঠানো পর্যন্ত উদ্যোগে অংশ নিলো এক বাবা আর তার ছেলে। বিস্ময়কর আর প্রাণবিক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আর্ড্রোসান শহরের সমুদ্র উপকূলে।

ন্যাশ কোর আর তার ছেলে পার্কার অন্যান্য দিনের মতো উপভোগ করছিলেন সমুদ্র সৈকতের সৌন্দর্য। এমন সময় দেখতে পান একদল মানুষ চেষ্টা করছে সমুদ্রের পানির গভীরতা কম, এমন স্থানে আটকে পড়া বড় একটি শার্ককে গভীর সমুদ্রে পাঠানোর।

পার্কারের ড্রোন ব্যবহার করে খুব কাছ থেকে দেখা গেলো শার্কের অবস্থান আর গতিবিধি। এরপর সেই দল সিদ্ধান্ত নিলো এই হাঙ্গরকে পাঠাতে হবে সমুদ্রে। কিছুটা ধাক্কা দিয়েই বাবা-ছেলেসহ সমুদ্র সৈকতে জীবিকা নির্বাহের জন্য আসা মানুষ দলবেঁধে হাঙ্গরটিকে পাঠিয়ে দিলো গভীর সমুদ্রে।

হাঙ্গর উদ্ধারকারী ন্যাশ কোর বলেন, ‘কাকড়া ধরতে এসেছিলাম। দেখি বেশ কয়েকজন মিলে কিছু করার চেষ্টায় আছে। দেখলাম হাঙ্গর আটকে গেছে পানি কম সমুদ্রের এমন জায়গায়। ড্রোন দিয়ে কাছ থেকে দেখার চেষ্টা করলাম। হাঙ্গরটির কষ্ট হচ্ছিলো। এরপর স্থানীয়দের সঙ্গে আমরাও নেমে যাই সাহায্য করতে।’

যদিও ন্যাশ কোর জানান, হাঙ্গরটিকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিলো। সঙ্গে ক্লান্তও মনে হচ্ছিলো। এই অবস্থায় হাঙ্গরটি সাঁতার কেটে কতোটকু যেতে পারবে, সেই শঙ্কাও করছেন উদ্ধারকারীরা।

এসএস