গাজীপুরে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে আটক ৭৫: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

গাজীপুরে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে ১৩টি থানা থেকে ৭৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অভিযানের বিষয়ে তিনি বলেন, 'যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয়, ততোদিন পর্যন্ত ডেভিল হান্ট নামে অপারেশন চলবে। গাজীপুরে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।'

এর আগে সকালে গাজীপুরের পু‌লিশ সুপার চৌধুরী জাবের সাদেক বলেন, 'গাজীপুরে জেলা পু‌লিশের ৫টি থানায় থেকে ৪০ জনকে আটক করেছে। গতকা‌ল থেকে শুরু হওয়া 'অপারেশন ডে‌ভিল হান্ট শুরু হওয়ার পর থেকে তাদের আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশ।'

তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায় নি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এসএস