সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিটিটিসির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল
সিটিটিসির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল | ছবি: সংগৃহীত
0

হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নাজমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ছিলেন।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে। জানা গেছে, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। তবে বদলির পরও তিনি দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগদান করেননি।

সাবেক এ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতসহ বিরুদ্ধ মত দমনের অভিযোগ রয়েছে। সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে নাজমুল ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন ক্ষমতাসীনদের সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে সমালোচনা করলে হেনস্তা, মামলা, নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন এই গোয়েন্দা কর্মকর্তা।

এমনকি ইউটিউব, ফেসবুক এবং ফ্রিল্যান্সিং করে যারা টাকা আয় করেন, তারাও নাজমুলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে সম্প্রতি আলোচনায় আসেন ইউটিউবার মতিউর রহমান। এই অনলাইন উদ্যোক্তার কাছ থেকে ইউটিউব চ্যানেল দখলে নেয়াসহ প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম।

এএইচ