সাক্ষী অনুপস্থিত: শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষী শুনানি পেছাল

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া | ছবি: সংগৃহীত
0

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৭ম দিনের সাক্ষী শুনানি হয়নি। আজ (মঙ্গলবার, ৬ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের দুইজন চিকিৎসক হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।

আগামীকাল আবারো পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও ওই দুইজন চিকিৎসক আদালতে হাজির হননি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ৭ম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দুইজন চিকিৎসকের সাক্ষ্য নেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারো দিন ধার্য করেছেন আদালত।

এর আগে দুইবার তলব করার পরও চিকিৎসকরা আসেননি। সর্বমোট ৩৭ জন সাক্ষীর মধ্যে গত ৬ দিনে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটুশেখসহ সকল আসামীদের আদালতে হাজির করা হয়।

গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।

এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

এএইচ