আজ (মঙ্গলবার, ৬ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো.সিরাজ মিয়া বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার খবরে ২০১৬ সনের নয় ফেব্রুয়ারি সিরাজ মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তার বসতবাড়ি থেকে বিক্রির সময় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে সিরাজ মিয়াকে আটক করে।
পরে স্থানীয় সূত্রে মাদক ক্রয়-বিক্রয়ের বিষয়ে নিশ্চিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানার এস আই (নিরস্ত্র) মো. এমদাদুল হক বাদী হয়ে আটকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছরের ১৯ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিচারক এ রায় দেন।