সাম্য হত্যাকাণ্ড: গ্রেপ্তার তিনজনকে ৬ দিনের রিমান্ড

গ্রেপ্তারকৃত তিন আসামি, নিহত সাম্য
গ্রেপ্তারকৃত তিন আসামি, নিহত সাম্য | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ (শনিবার, ১৭ মে) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। ওই আবেদনের ওপর আসামিদের উপস্থিতিতে আজ শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এসএস