এর আগে, গতকাল রোববার (১৮ মে) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম খানের বাড়ি শিবালয় উপজেলার দাশকান্দি গ্রামে। তিনি মৃত কফিল উদ্দিন খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতদিনের রিমান্ড আবেদন করে আব্দুর রহিম খানকে আদালতে হাজির করে। তবে, মামলার প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থিত না থাকায়, শুনানি না নিয়েই আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, আব্দুর রহিম খানের বিরুদ্ধে শিবালয় থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো ও আন্দোলনকারী এক শিক্ষার্থী হত্যার ঘটনার সাথে সংশ্লিষ্ট।
এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি প্রতারণা মামলা, মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা এবং যাত্রাবাড়ী থানায় একটি মামলাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও তিনটি সিআর মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।