আজ (শনিবার, ১২ জুলাই) ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস কোতোয়ালি থানার এসআই মো. মনিরের আবেদনে রবিনের জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে, একই মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নাসির উদ্দিনের আবেদনে টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
প্রসিকিউশন পুলিশের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
উল্লেখ্য, গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট ও পাথর দিয়ে আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে সোহাগকে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন, টিটন গাজী ও মাহমুদুল হাসান মহিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।