বিমান বিধ্বস্ত: কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠন ও ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট প্রাঙ্গন
হাইকোর্ট প্রাঙ্গন | ছবি: সংগৃহীত
1

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আদালত হতাহতদের পরিবারকে যথাযথ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন।

আদালত নির্দেশ দেন, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হবে। নিহত প্রতিজনের জন্য ৫ কোটি টাকা এবং আহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এনএইচ