আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

আবু সাঈদ
আবু সাঈদ | ছবি: সংগৃহীত
0

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগ গঠন হলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিতে পারেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ (সোমবার, ২৮ জুলাই) সকালে মামলার প্রধান আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ জনকে আদালতে হাজির করা হয়।

এর আগে, ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দেয় চিফ প্রসিকিউটরের কার্যালয়। ওই প্রতিবেদনে শরিফুল ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়। এরপর জুন মাসে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ৮ আসামিকেও আজ আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।

অন্যদিকে, লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকেও আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আইনে বিচার প্রক্রিয়া চলছে।

এনএইচ