২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

তারেক, বাবর ও ২১ আগস্টের গ্রেনেড হামলা
তারেক, বাবর ও ২১ আগস্টের গ্রেনেড হামলা | ছবি: এখন টিভি
1

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে এই মামলার প্রথম দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে।

গত ১৫ জুলাই এ মামলায় আপিলের শুনানির জন্য গত ১৭ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরে বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

পরে আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ।

এসএস