এনবিআর বিলুপ্তি ও নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ বৈধতার রিট খারিজ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ১০ আগস্ট) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজের আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

গত ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করা হয়। নতুন কাঠামো অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব পালন করবে।

অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ মে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ। রিটে সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদে সাংঘর্ষিক এবং কর্তৃত্ববহির্ভূত উল্লেখ করে অধ্যাদেশটি কেন বাতিল ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। এছাড়া রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়।

এনএইচ