জুলাই গণঅভ্যুত্থানে বনশ্রীর হত্যা মামলায় পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলার পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গেলো বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রসিকিউশন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন। আজ (রোববার, ১০ আগস্ট) শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। 

তিনি এই মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ তুলে ধরেন। এতে বলা হয়, ১৯ জুলাই মো. নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এসময় তার ৬ বছরের নাতির মাথায় গুলি লাগে। 

আরও পড়ুন:

এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে। 

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি চার আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে কেবল চঞ্চল কারাগারে আছে।

এসএইচ