চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার চার্জশিট শুনানি ২৫ আগস্ট

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ | ছবি: সংগৃহীত
0

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট শুনানি আগামী ২৫ আগস্ট ধার্য করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন।

আজ (রবিবার, ১০ আগস্ট) সকালে পূর্বনির্ধারিত শুনানির তারিখ ছিল। তবে বাদী ব্যক্তিগতভাবে উপস্থিতি না থাকা এবং এক আসামীর ঠিকানাগত জটিলতার কারণে শুনানি পেছানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এ মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

পরে আদালত বাদীর বরাবরে উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। আগামী ২৫ আগস্ট, বাদীর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। এ তারিখে রিপোর্ট শুনানি হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এরমধ্যে এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনকে, অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার রয়েছেন ২০ জন, আর পলাতক রয়েছেন ১৮ জন।

এফএস