সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন।
গেল সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদদের বাবা-ভাইসহ তিনজন। তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা।
এছাড়াও, ট্রাইব্যুনালে চানখাঁরপুলে ৬ জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।