নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ডাদেশ

মৃত্যুদণ্ড আদেশ পাওয়া সাদিকুর রহমান
মৃত্যুদণ্ড আদেশ পাওয়া সাদিকুর রহমান | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালে ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চায়।

এসময় রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেবর সাদিকুর রহমান ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

আরও পড়ুন:

পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাত নামাদের নামে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিটা পায়।

পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ বিচারকাজ শেষ করে বৃহস্পতিবার মামলায় দেন আদালত।

এসএস