ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ: ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল

বাংলাদেশ সুপ্রীম কোর্ট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট | ছবি: সংগৃহীত
0

ভুল চিকিৎসায় মিনিস্টার–মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুলের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল (রোববার, ১১ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ, নিহতের স্ত্রী সায়মা সুলতানার করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন:

এর আগে গত ২৫ আগস্ট কলাবাগান থানায় করা মামলায় অভিযোগ করা হয়, নাকের হাড়ের অস্ত্রোপচারের জন্য কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম হাসপাতালে ভর্তি হওয়ার পর ভুল চিকিৎসার কারণে সামসুদ্দোহা শিমুলের মৃত্যু হয়। মামলায় দুই চিকিৎসকসহ চারজনকে আসামি করা হয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, সামসুদ্দোহা শিমুল সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং একটি ছোট অস্ত্রোপচারেই তার মৃত্যু হয়, যা স্পষ্টতই চিকিৎসাগত অবহেলার ফল।

এসএস