জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। ২টার দিকে টিচার্স ট্রেনিং কলেজের দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বেলা সোয়া ২টার দিকে ঢাকা কলেজের সামনে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। আর টিচার্স ট্রেনিং কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নাম্বার সড়ক সংলগ্ন সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের অভ্যন্তরে থেকেও কিছু শিক্ষার্থীকে ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
আরো পড়ুন:
এতে উভয় কলেজের বেশকয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই সংঘর্ষের কারণে কিছু সময় জন্য মিরপুর রোডে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে আসেন।
ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলেন, 'গতকাল মাশফিয়ান মৃধা নামে আমাদের এক সহপাঠী ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পথে সিটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাবের ফুটওভারব্রিজ নিচে তাকে মেরে অজ্ঞান করে। সে এখন পপুলার হসপিটালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি রয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ তাদের সাথে আমাদের সংঘর্ষ ঘটে।'
এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।