ঈদের আগের দিন রাজধানীর বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি

বিভিন্ন মসলার ছবি
বিভিন্ন মসলার ছবি | ছবি: এখন টিভি
0

কোরবানির ঈদের আগের দিন রাজধানীর বাজারগুলোতে কিছুটা বেড়েছে সব ধরনের মসলার দাম। বিক্রেতাদের দাবি, আমদানি জটিলতার কারণেই দর বেড়েছে। অন্যদিকে সবজির বাজারে শসা, টমেটো ও লেবুর দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম।

ঈদুল আজহার আগে রাজধানীর বাজারে বেড়েছে মসলাজাতীয় পণ্যের বিক্রি। গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে দামও।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘সবকিছুর অনেক দাম। মসলার দাম অনেক বেশি। পরিমাণে এবার অনেক কম করে কিনেছি।’

বিক্রেতাদের দাবি, মসলার দাম বাড়িয়েছে সিন্ডিকেট বা আমদানিকারকরা। সেই প্রভাব পড়েছে বাজারে।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘কাঠবাদাম, আলুবোখারা এগুলোর শুল্ক বাড়িয়েছে। তবে বাজেট ঘোষণার আগেই এগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বাইরের যে মসলাগুলো আছে, আমদানি করে, সেগুলোর দাম অনেক বেড়েছে। কেজিতে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।’

এদিকে কোরবানির ঈদের সময় সালাদের জন্য প্রয়োজনীয় শসা-টমেটোর চাহিদা বাড়ে কয়েকগুণ। গত সপ্তাহের তুলনায় কারওয়ান বাজারে শসা ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায় আর টমেটো ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। 

এ ছাড়া লেবুর হালি জাতভেদে ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘ঢাকায় সবজি কম আসছে, সে কারণে এগুলোর দাম বেশি। তবে অন্যান্য আইটেমের তুলনায় সালাদ আইটেমের দাম একটু বেশি।’

এদিকে গত সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ থেকে ২০ টাকা সোনালী, কর্ক ও দেশি মুরগির দাম। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দর।

এসএইচ