চট্টগ্রামে এক সপ্তাহে সবজির দামে ঊর্ধ্বগতি

সবজির বাজার
সবজির বাজার | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁকরোল, পটল, বেগুনসহ অধিকাংশ সবজির দাম।

কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা, পটল ৬০, বেগুন ১০০, বরবটি ৮০, লাউ ৫০, ঝিঙ্গা ৮০ ও টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে। দাম বাড়তির তালিকায় কিছুটা কম দামে রয়েছে আলু। বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

এদিকে অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহ ব্যবধানে ১০০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়।

বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে জমিতে ফসল ফলছে কম তাই বাড়তি সবজির দাম। কেউ কেউ বলছেন সবজির বাজারও এখন মধ্যস্বত্বভোগীদের দখলে। এছাড়া পরিবহন খরচ বাড়ায় যার প্রভাব পড়েছে দামেও।

এসএস