আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সকাল থেকেই ময়মনসিংহের মেছুয়াবাজারের পাইকারি সবজির বাজারে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেলেও চাহিদা অনুযায়ী ছিল না সবজির সরবরাহ।
বৈরী আবহাওয়ার কারণে সবজির সরবরাহ সংকট থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি পাইকারিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
বেগুনের কেজি পাইকারি দাম ছুঁয়েছে ৮০ টাকার ঘরে। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম, বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা কেজিতে। এছাড়া শশা ৬০, পেপে ২৪, করলা ৭০, চিচিঙ্গা ৫৫, কচুর লতি ৫৫, বরবটি ৬০, কচুর মুগি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
আরও পড়ুন:
কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় চরাঞ্চলের সবজি নষ্ট হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছে। আবহাওয়া ঠিক না হলে আগামী কয়েক সপ্তাহ সবজির দাম চড়া থাকার সম্ভাবনার কথাও বলছেন ব্যবসয়ীরা।
এদিকে সকালে মাছের সরবরাহ কম থাকায় দামও বেশ চড়া মেছুয়াবাজারের পাইকারি আড়তে। ১ কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ৪৩০ টাকা কেজি, কারফিউ ৩০০, বোয়াল ৫০০ এবং বাইম ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে ইলিশের কেজিতে সপ্তাহের ব্যবধানে কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে, এ সপ্তাহে অপরিবর্তিত আছে ব্রয়লারসহ সোনালি মুরগির দাম।