মেহেরপুরে ঊর্ধ্বমুখী মাংসের বাজার, কেজিতে ৩০-৫০ টাকা বৃদ্ধি

দাম বাড়ছে সব ধরনের মাংসের
দাম বাড়ছে সব ধরনের মাংসের | ছবি: সংগৃহীত
0

মেহেরপুরে সব ধরনের মাংসের দাম ঊর্ধ্বমুখী। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, খাশির মাংস প্রতি কেজি ১ হাজার টাকা এবং মহিষের মাংস ৮০০ টাকা করে। অন্যান্য মাংসের দামেরও ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।

এর পাশাপাশি মেহেরপুর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে থেকে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়াও সোনালি মুরগি ৩শ’ ২০ টাকা, লেয়ার ৩১০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫শ’ ৫০ টাকা করে।

আরও পড়ুন:

ব্যবসায়ীরা বলছে বাজারে মাংস ও মুরগীর সরবরাহ কমের পাশাপাশি গোখাদ্য ও পোলট্রি ফিডের দাম বেড়ে যাওয়ায় সব ধরনের মাংস ও মুরগির দাম ঊর্ধ্বমুখী।

এদিকে মাংস, মুরগি সহ সব ধরনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা।

ইএ