পাঁচ বছর পর খুলনা সফরে প্রধানমন্ত্রী

বর্ণিল আয়োজন খুলনা নগরী
বর্ণিল আয়োজন খুলনা নগরী | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ৫ বছর পর দলীয় সমাবেশে যোগ দিতে আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে নতুন সাজে সেজেছে পুরো নগরী। দিনবদলের রূপকারের জন্য খুলনার সার্কিট হাউজ মাঠে মঞ্চ প্রস্তুত। যেখান থেকে জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঞ্চের সার্বিক প্রস্তুতি দেখতে সমাবেশস্থলে আসেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরিদর্শন শেষে তারা বলেন, শেখ হাসিনাকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কারিগর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে সমাবেশে ১২ জেলা থেকে সব শ্রেণি পেশার মানুষ আসবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, খুলনা বিভাগের লাখ লাখ মানুষ এই সমাবেশকে উৎসবে পরিণত করছে। নৌকার মিছিলে মুখর খুলনা বিভাগ।

সরকারপ্রধানের আগমন উপলক্ষে শহরজুড়ে সাজ সাজ রব। পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। মাইকে উন্নয়নের প্রচারণা।

সমাবেশের পাশাপাশি এই সফরে ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেজু