কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল

জামায়াতে ইসলামীর গণমিছিল
জামায়াতে ইসলামীর গণমিছিল | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৪টায় শহরের চৌড়হাস থেকে শুরু হয় এ গণমিছিল।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য একে এম আলী মহসীন সহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।

এসময় সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের কবল থেকে। এছাড়াও গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এতে গণমিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

এএইচ