বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের সব উপজেলার মতো ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। বিজয় মিছিলে সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ এসে জড়ো হয়।
পরে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে একটি বিশাল বিজয় মিছিল দাপুনিয়া ব্রিজ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে দাপুনিয়া খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা জানায়, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল অপ্রচার রুখে দিয়ে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।