জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্র কখন থেকে বাস্তবায়ন হবে এবং শহিদ পরিবার ও আহতদের ভাতা প্রদানের বিষয়টি স্পষ্ট উল্লেখ না থাকায় জাতি হতাশ।’
এদিকে, অভিন্ন অভিমত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেয়ায় আইনগতভাবে এর বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।